জাতীয়

বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা কমিটির সভা

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, আইনশৃঙ্খলা, অভয়াশ্রমে সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে নদীতে সকল ধরণের মাছ আহরণ বন্ধ এবং জেলেদের মৎস্য ভিজিএফ বিতরণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং সহ নানা বিষয় নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের প্রশাসনিক সভা কক্ষে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পযর্ন্ত এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা, ডা. নিরূপম সরকার সোহাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা, মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, মো. নাজমুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, মো. মঞ্জুর হোসেন খান, রাজনৈতিক প্রতিনিধি উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড .কাজী মো.আজম, শিক্ষক প্রতিনিধি বশির আহমেদ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button