বরিশাল বিভাগভোলা

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ভোলায় দুই কলেজ ছাত্রদলের মানববন্ধন

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

 

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে বোরহানউদ্দিন উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল ও সরকারি আঃ জব্বার কলেজ ছাত্রদল।

 

সোমবার সকাল ১১:৩০ মিনিটে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে মহাসড়কে ভোলা পলিটেকনিক কলেজের সকল সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করে একই সময়ে আঃ জব্বার কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে।

 

এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। পৃথক দুটি মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে। শিশু থেকে বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। কিন্তু এসব ঘটনায় বিচারের উদ্যোগ নেই। শিক্ষার্থীরা আরও বলেন, অপরাধীরা জানে যে তারা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে। তাই তাদের ভয় নেই। আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো ধর্ষক মুক্তভাবে ঘুরে বেড়াতে পারবে না। প্রতিটি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button