বরিশাল বিভাগভোলা

বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশের সুরক্ষা নিশ্চিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান-উজ্জামান।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১মার্চ) দেউলা ইউনিয়নের আমিন ব্রিকস (এএন) এবং কাচিয়া ইউনিয়নের রাকিব ও এফএম ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আমিন ব্রিকস (এএন) ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং অনুমতি ব্যতীত কৃষিজমির মাটি ব্যবহারের দায়ে সজল আহাম্মেদ (২৬) নামে এক যুবক কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।এছাড়া অনুমতি ব্যতীত ইটের কাঁচামাল হিসেবে কৃষিজমির মাটি ব্যবহার করায় রাকিব ব্রিকস এর বেলায়েত হোসেন (৬৫) এবং এফএম ব্রিকস এর আবুল হোসেন (৫৫) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধরায় যথাক্রমে ১লাখ ৮০ হাজার টাকা এবং অপরজনকে ১লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান-উজ্জামান বলেন, বোরহানউদ্দিন উপজেলার কৃষিজমি রক্ষার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ অনুমোদন বিহীন ইটের ভাটার বিরুদ্ধে অভিযান চলবে। জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য অবৈধ ইটভাটা বন্ধ করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের এ অভিযান পুরো উপজেলার সর্বস্তরের জনসাধারণের মাঝে প্রশংসনীয় হচ্ছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button