
দোয়া ও ইফতারের মধ্য দিয়ে ৯ম বছরে পা রাখলেন আজকের তালাশ
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ৯ম বছরে পদার্পণ করেছে পাঠকপ্রিয় “আজকের তালাশ”। অবাধ তথ্য প্রবাহের যুগে বস্তুনিষ্ঠ-নির্ভরযোগ্য সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের হৃদয়ে জায়গা করে নেয়া পত্রিকাটির ৮ম বর্ষপূর্তি উপলক্ষে এক ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৭ মার্চ বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অবস্থিত সপ্তবর্ণা কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “আজকের তালাশ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন এর সভপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল চেম্বার অব কমার্স এর সভাপতি ও বরিশাল বিএনপি’র প্রবীন রাজনীতিবীদ এবায়দুল হক চাঁন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, বরিশাল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান, আজকের তালাশ পত্রিকার প্রধান উপদেষ্টা ও সমাজসেবক মকবুল হোসেন, বরিশাল রিপোর্টার্স ইনিটির যুগ্ম সম্পাদক মোঃ রাসেল হোসেন, দৈনিক সংবাদ সকাল পত্রিকার সম্পাদক কাজী মেহেদী হক তুহিন সহ বিভিন্ন শ্রেণি পেশার পাঠক, রাজনৈতিক, সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আজকের তালাশ পত্রিকার সহ সম্পাদক মোল্লা মাইনুদ্দিন খোকন, সিনিয়র নির্বাহী সম্পাদক রকিব উদ্দিন পিয়াল, নির্বাহী সম্পাদক খন্দকার রাকিব, ব্যবস্থাপনা সম্পাদক রিপন মোল্লা, সহ ব্যবস্থাপনা সম্পাদক তারেক হোসন, দক্ষিণের খবর পত্রিকার সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীর বরিশাল টাইমস পত্রিকার সম্পাদক হাসিবুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সদস্য ও বরিশাল ক্রাইম নিউজের বার্তা সম্পাদক শহিদুল্লাহ সুমন, আজকের তালাশ এর রিপোর্টার মোঃ তারেক, ফাইজুল ইসলাম, শাহাদাত হোসেন, মোঃ শুভ, হাসিবুল ইসলাম, গোলাম রাব্বি, মোঃ রেজাউল, মোঃ রিপন সিকদার, বরিশাল ক্রাইম নিউজের রিপোর্টার, মোঃ রাকিব, মোঃ সাইফুল শান্ত, রাহাত রাব্বি, মোঃ জিহাদ, আজকের তালাশ পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মোঃ রকি সহ অন্যান্যরা।
উক্ত ইফতার অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন- বরিশালের বিভিন্ন সংবাদমাধ্যমের মধ্যে আজকের তালাশ পত্রিকাটি অন্যতম অবস্থান তৈরি করে নিয়েছে পাঠকদের ভালোবাসায়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আজকের তালাশ যে অবদান চলমান রেখেছে সে ধারা অব্যহত রেখে সংবাদপত্রের সুনাম আরো এগিয়ে নিয়ে যাবে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আজকের তালাশ পরিবারের জন্য শুভ কামনা রইলো।
বরিশাল জেলা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন বলেন- সংবাদপত্র হলো সমাজের দর্পন। সমাজের সমস্ত কিছু আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি। আজকের তালাশ বরাবরই মানুষের কল্যাণের জন্য কাজ করে। সমাজের নানা অসংগতি জাতির সামনে তুলে ধরে দেশের সার্বিক উন্নয়নে আজকের তালাশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
অপর দিকে উক্ত অনুষ্ঠানের অতিথির বক্তব্যে বরিশাল চেম্বার অব কমার্স এর সভাপতি এবায়দুল হক চাঁন বলেন- আজকের তালাশ প্রতিনিয়ত অবহেলিত মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। সংবাদপত্রের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতায় নিপড়িত মানুষের পাশে দাড়ানো এক ধরনের সেবা। আমি সবসময় আজকের তালাশের সাথে ছিলাম এবং আছি। পত্রিকাটির সম্পাদনায় আমাদের সবার প্রিয় মারুফের হাত ধরে আজকের তালাশ বাংলাদেশের প্রতিচ্ছবি হবে এই প্রত্যাশা রইলো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন- শেখ মুজিব তার সময়ে সাংবাদিকদের কন্ঠ চেপে ধরেছিল। তার ঘড়নার ৪ টি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল। স্বাধীনতা হরণ করেছিল। সে সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের অধিকার রক্ষা করেছেন। পরবর্তীতে গত ১৫ বছর একই কার্যক্রম করেছে স্বৈরাচারী তার কন্যা শেখ হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে অনেক সাংবাদিককে নানা ভাবে হয়রানী করেছে। গুম ও খুন করেছেন। কঠিন সব আইনের ধারা দিয়ে অনেক সাংবাদিকদকে কারাবরণও করতে হয়েছে।
তিনি আরও বলেন, যেই সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আজকের তালাশ পত্রিকা দেশের গণতন্ত্র রক্ষার্থে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।
উক্ত দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আজকের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন বলেন- আপনাদের দেয়া ভালোবাসায় আমারা আজ ৮ম পেড়িয়ে ৯ম বছরে পা রেখেছি। আমাদের পত্রিকার সবথেকে বড় শক্তি ও পুঁজি হচ্ছেন আপনারা পাঠক সমাজ। বিভিন্ন সময়ে সমাজের নানা অনিয়ম দূর্নীতির তথ্য প্রদান করে আমাদের এই পথচলায় আপনারাই এগিয়ে। ভালোবাসার এই পত্রিকাটি নিষ্ঠা ও সততার সাথে আগামী দিনগুলো অতিক্রম করবে দীপ্ত প্রত্যয়ে। এসময় তিনি পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানূধ্যায়ীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে আজকের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন সহ পত্রিকার পরিবারবর্গকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।