প্রধান শিরোনামবরিশাল নগরী

বরিশালে যুবদল নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা!

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট :  আধিপত্য বিস্তারের জেরে বরিশালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সুরুজ গাজী (৩৬) নামের এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার নগরীর কাউনিয়া হাউজিং শেরেবাংলা মাধ্যমিক স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. সুরুজ গাজী হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে এবং নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি টেইলারিং ব্যবসার সঙ্গে জড়িত। আহত নয়ন গাজী একই এলাকার তসলিম গাজীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উলফত রানা রুবেল বলেন, প্রতিবাদ করতে গিয়ে সুরুজ ভাই খুন হয়েছেন। কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহীনের সঙ্গে আজ (রোববার) রাত ৮টার দিকে যুবদল নেতা সুরুজের হাতাহাতি হয়। কিছু সময় পর শাহীনের নেতৃত্বে তাঁর ছেলে ইমনসহ কয়েকজন এসে সুরুজকে এলোপাতাড়ি কোপান।

সুরুজকে রক্ষায় নয়ন এগিয়ে গেলে তাঁকেও কোপানো হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।

ওসি নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনার জেরে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। সুরুজ নামের একজন নিহত হয়েছেন। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button