
বোরহানউদ্দিনে অবৈধ ইটভাটা বন্ধে একশনে উপজেলা প্রশাসন
ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশের সুরক্ষা নিশ্চিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান-উজ্জামান।
শুক্রবার (০৭মার্চ) বিকাল ৫ টায় উপজেলার কাচিয়া ইউনিয়নের মোল্লা ব্রিক্স নামে একটি ইটেরভাটার অনুমোদন না থাকায় ও কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে মোল্লা বিক্সের সত্ত্বাধিকারীকে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান-উজ্জামান বলেন, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।