ভোলাবরিশাল বিভাগ

ভোলায় র‍্যাবের অভিযান হত্যা, ধর্ষনসহ ২৭ মামলার আসামী গ্রেপ্তার

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট :
ভোলায় র‍্যাবের অভিযানে হত্যা, চাঁদাবাজী, ধর্ষন, গনধর্ষন, মাদক, অস্ত্র, মারামারি সহ ২৭টি মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামী মোঃ বাদশা (৪৫) কে অভিযান চালিয়ে আটক করেছে র‍্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্পের একটি চৌকষ দল।

সিপিএসসি, ভোলা ক্যাম্প কমান্ডার শাহরিয়ার রিফাত অভি গণমাধ্যম কে জানান, বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি ) র‍্যাব-৮ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামী সনাক্তপূর্বক ভোলা র‍্যাব ক্যাম্প কর্তৃক দুঃসাহসিক এক অভিযান পরিচালনা করে জেলার সদর থানা এলাকার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে ভোর রাতের দিকে তাকে আটক করা হয়।

আটককৃত বাদশা সদর উপজেলার গুপ্তমুন্সি ৮ নং ওয়ার্ডের মৃত দাইমুদ্দিনের ছেলে।

আসামী বাদশার বিরুদ্ধে ভোলা জেলার সদর ও দৌলতখান থানায় সর্বমোট ২৭টি মামলা রয়েছে যার মধ্যে চাঁদাবাজির মামলা ১০ টি, হত্যা চেষ্টাসহ মারামারির মামলা ০৯ টি, মাদক মামলা ০২ টি, অস্ত্র মামলা ০১ টি, হত্যা মামলা ০১ টি, ধর্ষন ও গনধর্ষন মামলা ০৪ টি।

পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য আসামীকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানায়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button