প্রধান শিরোনামবরিশাল

বরিশালে ধানক্ষেতে পানি দিতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ গেলো যুবকের!

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশালের বাবুগঞ্জে বৈদ্যতিক মটার দিয়ে বোরো ধানের ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হাওলাদার (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাসেল ওই ইউনিয়নের মৃত মোঃ জাকির হোসেনের ছেলে।

নিহতের পরিবারসূত্র জানাযায়, মঙ্গলবার দুপুরে জমিতে পানি দিতে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচযন্ত্র চালাচ্ছিলেন রাসেল। ওই বিদ্যুৎ–সংযোগের তারে ছিদ্র ছিল। দুপুরে পানি দেওয়ার কাজ শেষে তারটি হাত দিয়ে খুলতে গেলে সেই ছিদ্রস্থানে তাঁর হাত লাগে।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সে সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাসেলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button