
ঘরবাড়ি হারিয়ে এবার আল্টিমেটাম দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি
বারবার তার সাথেই কেন এমন হচ্ছে?
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : এবার নিজেই বিপ্লবী সরকার ডাক দেয়ার হুঁশিয়ারি দিলেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কাফির দাবী গত কয়েকদিন আগে ধানমন্ডির ৩২ নম্বরে আগুন দেয়ার সময় তিনি উপস্থিত ছিলেন, এ কারণেই তার বাড়িটিও উপরে দেয়া হয়েছে।
তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আমার পরিবারের ৬ সদস্যকে ঘরে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। আমি সরকারের কাছে ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিচার না পেলে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। এই সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যেতে বসেছে, সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে। প্রয়োজনে আমি বিপ্লবী সরকারের ডাক দিবো।
এবিষয়ে কলাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, আগুনের ঘটনা শুনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি, চলতি বইমেলায় নারী ভক্তদের সঙ্গে খুনসুটি, হাত ধরা, ফুল দেওয়াকে কেন্দ্র করে নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন কাফি। এ নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তাদের মতে, কাফির মতো লেখকদের জন্যই বইমেলার সৌন্দর্য দিন দিন কমে যাচ্ছে।
২৪ এর জুলাই আন্দোলনে স্লোগান দিয়ে ও কন্টেন্ট বানিয়ে আলোচনায় আসেন কাফি। এর আগে ওই বছরের বন্যা নিয়ে উপহাস করে ভিডিও তৈরি করা এক কাফি কে বয়কটের ডাক দেয়া হয়েছিল। সেসময় বেশ বিতরকের মুখে পড়তে হয়েছিল কাফিকে।
কুকুরদের সঙ্গে হাস্যরসাত্মকের ভিডিও বানিয়ে প্রথমে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় আসেন এই কাফি।