শিক্ষাবরিশাল নগরী

বরিশাল শিক্ষা বোর্ডের সচিবকে যোগদানে বাধা

বরিশাল পোস্ট ডেস্ক ॥ ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর বাধার মুখে বরিশাল শিক্ষা বোর্ডে সদ্য নিয়োগপ্রাপ্ত সচিব অধ্যাপক ড. ফাতেমা হেরেন যোগদান করতে পারেননি।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করেছেন। এর আগে বিএম কলেজের উপাধ্যক্ষ পদে যোগদানের চেষ্টাও একইভাবে ছাত্রদের বাধার মুখে ব্যর্থ হয়েছিলেন ড. ফাতেমা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিএম কলেজ শাখার সমন্বয়ক আকবর মুবিন বলেন, ড. ফাতেমা হেরেন ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর। তিনি আগে বিএম কলেজে যোগদানের চেষ্টা করেছিলেন, আমরা প্রতিহত করেছি। এখন তাকে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বোর্ড চেয়ারম্যানকে জানিয়েছি, তার আদেশ বাতিল করতে হবে।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকী বলেন, সোমবার বিকেলে ছাত্র সমন্বয়করা আমার কার্যালয়ে এসে ড. ফাতেমা হেরেনের আদেশ বাতিলের দাবি তুলেছেন। এ বিষয়ে আমি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছি।

অভিযোগ অস্বীকার করে ড. ফাতেমা হেরেন বলেন, আমি প্রতিহিংসার শিকার। প্রথমে বিএম কলেজ, এখন শিক্ষা বোর্ড-কোথাও আমাকে যোগদান করতে দেওয়া হচ্ছে না। বিএম কলেজে যোগদান করলে সিনিয়র শিক্ষকদের সমস্যা হবে বলে আমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিজ যোগ্যতায় আমি সচিব হয়েছি। কিন্তু কেন এমন সমস্যার মুখে পড়ছি, তা আমার জানা নেই।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button