ভোলাবরিশাল বিভাগ

বোরহানউদ্দিনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের হুশিয়ারি

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : ভোলার বোরহানউদ্দিনে রমজানে দ্রব্যমুল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যদ্রব্যের বিশুদ্ধ মান বজায় রাখতে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার বোরহানগঞ্জ বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক এবং খাদ্যদ্রব্যের বিশুদ্ধ মান বজায় রাখার নিমিত্তে জনসচেতনতামূলক একটি অভিযান পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান।

 

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন ভঙ্গকারী ০২ জনকে ০২টি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান জানান, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button