
রমজানকে স্বাগত জানিয়ে বরিশালে শিশুদের নিয়ে র্যালি
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজন করেছে “রমজান স্বাগত র্যালি”। শনিবার
বিকেল ৪ টায় বরিশাল জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে টাউন হলের সামনে গিয়ে রমজানের সংগীত পরিবেশনের মাধ্যমে শেষ হয়।
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর শিশু, কিশোর ও সংগীত বিভাগের শিল্পীদের অংশগ্রহণে প্রানবন্ত এই র্যালিতে উপস্থিত ছিলেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি আব্দুল হাই, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী সাবেক পরিচালক আনোয়ার হোসাইন খান,
এনামুল হক মাহফুজুর রহমান চৌধুরী, শহিদুল্লাহ হাদী, মো: নুরুন্নবী, মাহাথির মহিউদ্দিন।
র্যালির মাধ্যমে নগরবাসীকে রমজানের আগমনী বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি রমজানের পতিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেঁস্তোরা বন্ধ রাখা, প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকা, সকল ধরনের অশ্লীলতা বেহায়াপনা বন্ধ রাখা এবং নিয়মিত সালাত ও সিয়াম পালন করার আহবান জানানো হয়।
সবশেষ র্যালিটি হেরাররশ্মির পরিচালক নুমান বিন ইউসুফ এর পরিচালনায় ও সহকারী পরিচালক ফরহাদমাহমুদের ব্যবস্থাপনায় টাউন হল চত্বরে সমপ্তি হয়।