বরিশাল নগরী

বরিশালে ছাত্রদল নেতার আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আবু সুফিয়ান বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার (১ মার্চ) দুপুরে নগরীর ভাটিখানা পান্থ সড়ক নিজ বাসায় তিনি বিষপান করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

কী কারণে আবু সুফিয়ান বিষপান করেছেন তা পুলিশ জানাতে পারেনি। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে থানা পুলিশ।

সুফিয়ান নগরীর ভাটিখানার বাসিন্দা জলিল হোসেনের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।

নাজমুল নিশাত বলেন, ঘরে বসে আবু সুফিয়ান বিষপান করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button