প্রধান শিরোনামবরিশাল নগরী

বরিশালে অপারেশন ডেভিল হান্ট : গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ অপারেশন ডেভিল হান্টে বরিশাল মেট্রোপলিটন এলাকায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় গ্রেপ্তারকৃত তিনজনসহ এ পর্যন্ত বরিশাল মেট্রোপলিটনের ৪ থানা এলাকা থেকে ১১ জনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগের নেতাসহ একাধিক মামলার আসামীরা রয়েছে।

অপরদিকে জেলা পুলিশের প্রতিবেদন অনুযায়ী গেল চব্বিশ ঘন্টায় বরিশাল জেলার ১০ থানা এলাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এরআগে তিনদিনে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে অপরাধীদের ধরলে জনসাধারণের মনে অবশ্যই স্বস্তি ফিরবে এমনটা জানিয়ে অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাধারণ জনতা বলছেন- গোটা অভিযান যেন নিরপেক্ষতা না হারায়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button