
বরিশালে নিজ ঘরে ফায়ার সার্ভিসের কর্মচারীর ঝুলন্ত ম/র/দেহ!
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশালের গৌরনদীতে নিজ ঘর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম বার্থী গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয় বলে ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন।
ওই চালক হলেন মো. রফিকুল ইসলাম। সে পশ্চিম বার্থী গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন তিনি।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গত ৩০ জানুয়ারী ছুটি নিয়ে বাড়ীতে আসেন রফিকুল ইসলাম। চার মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় নিহত ছোট ভাইয়ের স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তাকে দেখতে একা ছোট ভাইয়ের শশুর বাড়িতে গিয়েছিলেন বাবা।
এ নিয়ে শুক্রবার রাতে বাবার সাথে তর্ক হয়। শনিবার দুপুরে বাসায় থাকা বাবা নামাজ পড়তে যাওয়ার সময় ছেলে রফিকুলকে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সে না গিয়ে বাসায় ছিলেন। তার বাবা বাসায় এসে দেখতে পায় ডাইনিং রুমের ফ্যানের সাথে ছেলে রফিকুল ঝুলে রয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।