ভোলাবরিশাল বিভাগ

বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : ভোলার বোরহানউদ্দিনে রমজানে দ্রব্যমুল্যর বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যদ্রব্যের বিশুদ্ধ মান বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পলিচালনা করেছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান-উজ্জামান।

 

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার উদয়পুর রাস্তারমাথা ও মনিরাম বাজারে জনসচেতনতামুলক অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন ভঙ্গকারী ৩ ব্যাবসায়ী কে ০৩(তিন) টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান-উজ্জামান জানান, পুরো রমজান মাস জুড়ে জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং ও বিশুদ্ধ খাবার মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button