
বরিশালে ত্রাণ উপদেষ্টার কঠোর হুশিয়ারী
সরকারি বরাদ্দ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ সরকারি বরাদ্দ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীরউত্তম ফারুক-ই আজম। তিনি মন্তব্য করে বলেন, অতীতে সরকারি বরাদ্দ জনগণের মধ্যে বিতরণের পরিবর্তে কিছু জনপ্রতিনিধি তা আত্মসাৎ করতেন এবং নিজেদের স্বার্থে ব্যবহার করতেন।
আজ (২৫ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই সভায় বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফারুক-ই আজম আরো বলেন, “প্রাকৃতিক দুর্যোগ কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব মানুষের জন্য নির্ধারিত ত্রাণও আগে অনেক সময় জনপ্রতিনিধিরা আত্মসাৎ করে ধনী হয়েছেন। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।” তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে সরকারি বরাদ্দ এবং টিআর-কাবিখার যথাযথ ব্যবহারের নির্দেশনা দেন।
সভায় বরিশাল বিভাগীয় কমিশনার কাওসার রায়হান এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ অন্যান্য জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
এসময় ফারুক-ই আজম আরও বলেন, সরকারি সম্পদ ও ত্রাণ বিতরণে কোনো ধরনের অপ্রকাশিত বা অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং যারা এই কাজে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।