ভোলা

বোরহানউদ্দিনে কুয়েত প্রবাসীকে পিটিয়ে জখম

স্পেশাল করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে কুয়েত প্রবাসী শাহিন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে তারই আপন চাচাতো ভাই ও বোনেরা।

বৃহস্পতিবার সকাল ৭টায় বাটামারা গ্রামে কুয়েত প্রবাসী শাহিনের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।

শাহিনের ভাগিনা তানজিল (২৫) বরিশাল পোস্টকে জানায়, তার মামা গত ১৫ই জানুয়ারী কুয়েত থেকে ছুটিতে দেশে আসে। দেশে আসার পর শাহিনের কাছে তার চাচাতো ভাই কিছু টাকা ধার চায় পরবর্তীতে সে টাকা দিতে অস্বীকৃতি জানায় এছাড়া তাদের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে সোহাগের নেতৃত্বে লাইজু, লাকি, লাবনী, ইমন, সুমি সহ ১৫-২০ জন একত্রিত হয়ে লাঠি সোঠা নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিনের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরন করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বোরহানউদ্দিন থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button