ভোলাবরিশাল বিভাগ

বোরহানউদ্দিনে যুবককে পিটিয়ে জখম

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : ভোলার বোরহানউদ্দিনের বড়মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ বাটামারা গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেড়ে আজাদ (২৯) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর ১২টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তড়াব আলী হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আহত আজাদের চাচাতো ভাই আনোয়ার তার কাছে যেয়ে তাদের পূর্ব পুরুষের একটি জমির দলিল চায়। পরে আজাদ তাকে জমির মুল দলিল না দিয়ে ফটোকপি দিলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী সহ মিলে তাকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

পরে আজাদের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button