প্রধান শিরোনামবরিশাল

বরিশালে ইজিবাইকের চাকায় শাড়ি পেঁচিয়ে প্রাণ গেলো বৃদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশালের উজিরপুরে ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে গলায় ফাঁস পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) রাতে উপজেলার চতলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহত সুনীতি মিস্ত্রি (৭০) উপজেলার হাউরের পাড় এলাকার সুনীল মিস্ত্রির স্ত্রী।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, বৃদ্ধা সুনীতি মিস্ত্রি নিজ বাড়ি থেকে ইজিবাইকে চড়ে মাদার্শী গ্রামে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। চতলবাড়ী এলাকায় পৌঁছলে শাড়ির আঁচল ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে শাড়ি গলায় ফাঁস পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button