প্রধান শিরোনামবরিশালরাজনীতি

বরিশালের ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয় সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বরিশাল নগরীর চৌমাথায় সমাবেশে এ তালিকা প্রকাশ করা হয়।

এসময় প্রার্থীদের নাম ঘোষণা করেন, সমাবেশের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল। স্থানীয় কাউন্সিলরদের মতামত এবং কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতের হয়ে লড়বেন মাওলানা কামরুল ইসলাম খান। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও বরিশাল-৪ আসনে (হিজলা-মেহেন্দিগঞ্জ) জামায়াতের হয়ে লড়বেন অধ্যাপক মাওলানা আবদুল জব্বার।

এছাড়া বরিশাল-৫ (সদর) আসনে অ্যাডভোকেট মোযাযযম হোসাইন হেলাল এবং বরিশাল-৬ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নাম সমাবেশে ঘোষণা করা হয়।

বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ফখর উদ্দিন খান রাযী।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button