
জুলাই বিল্পবে শহীদদের পরিবার পেলো শ্রমিকদলের আর্থিক সহায়তা
ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বোরহানউদ্দিন উপজেলার বেশ কয়েকজন শহীদ হন। এদের মধ্যে ৩জন শ্রমিক। এই শ্রমিক পরিবারের স্বজনদের খোজ খবর নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির ১০ সদস্যর একটি প্রতিনিধি দল ঢাকা থেকে বোরহানউদ্দিনে এসে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন ও শহীদ পরিবারের স্বজনদের হাতে দলের পক্ষ থেকে নগদ অর্থ অনুদান প্রদান করেন।
রবিবার (৯ ফেব্রুয়ারী ) জুলাই বিল্পবে নিহত বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সুজন (হেলপার), জাকির( গার্মেন্টসকর্মী), ও টবগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নয়ন(রাজমিস্ত্রী) এই তিন শহীদের পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন বাংলাদেশ জায়ীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেতারা। শহীদদের পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন।
শ্রমিকদলের প্রতিনিধি দলটি বোরহানউদ্দিনে এসে পৌছুলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, উপজেলা শ্রমিকদল সভাপতি আলমগীর মাতাব্বর ও সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত তাদেরকে অভ্যর্থনা জানান।
এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন বলেন, আজ আমাদের প্রিয় নেতা আপনাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিশেষ কাজে নেতা আসতে পারে নাই। আপনারা জানেন যে, জুলাই বিল্পবে নিহত উপজেলার সকল পরিবার গুলোকে আমাদের ভোলা-২ আসনের গনমানুষের নেতা হাফিজ ইব্রাহিম আর্থিক ভাবে সহায়তা করেছে। তাদের খোজ খবর প্রতিনিয়ত নিচ্ছেন এবং এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতব্বর জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক দলের মোট ৮৯ জন শহীদ হয়েছেন তাদের ভেতরে সবাই বিএনপি ত্যাগী নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের কল্যানে সব সময় শ্রমিকদের পাশে আছে ভবিষ্যৎে থাকবে।
জুলাই বিল্পবে নিহত শহীদ পরিবারদের যে কোন সমস্যায় তিনি ব্যক্তিগতভাবে পাশে থাকার অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু প্রচার ও প্রকাশনা সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, মোঃ কামরুল জামান সদস্য সচিব শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর, মোঃ মোশারফ হোসেন মন্টু সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক জোট, মোঃ মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর, মানিক মিয়া, সভাপতি ভোলা জেলা শ্রমিকদল, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাবউদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খাঁন, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, পৌর যুবদল নেতা মেহেদী হাসান সাগর, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার প্রমুখ।