ভোলাবরিশাল বিভাগ

বোরহানউদ্দিনের বিতর্কিত সাবেক মেয়র রফিকের বাড়িতে অগ্নিসংযোগ

ইউসুফ হোসেন অনিক, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে পৌর ২নং ওয়ার্ডে মেয়র রফিকের বাড়িতে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।

স্থানীয় বাসিন্দারা বলেন, মেয়র রফিক আওয়ামীলীগ এর বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ এর ভাগিনা ও ভোলা-২ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই হওয়ার সুবাধে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিকভাবে প্রভাব খাঁটিয়ে পুরো উপজেলায় একক ক্ষমতার বলয় তৈরী করে মানুষকে নির্যাতন করেন। রফিক বোরহানউদ্দিন পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের সময় তোফায়েল আহমেদ ও আলী আজম মুকুল এর প্রভাবে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেন। তার প্রতি আওয়ামীলীগ দলীয় অনেক নেতা-কর্মীরাও অতিষ্ঠ ছিলেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় জনতা। তবে বাড়িতে কেউ ছিলেন না।

পৌর ২নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগ নেতা ও ভোলা ১ আসনের এমপি তোফায়েল আহমেদ ও ভোলা-২ আসনের সংসদ আলী আজম মুকুলের ঘনিষ্ঠ আত্নীয় হওয়ায় মেয়র রফিক ব্যাপক প্রভাব খাটাতেন বলে অভিযোগ বাসিন্দাদের।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত ফায়ার সার্ভিসের কোনো দল ঘটনাস্থলে পৌছায়নি।

আগুনের ঘটনার বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কোনো ফোন রিসিভ করা হয়নি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button