
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ ও বরিশাল পোস্ট এর প্রকাশক জিহাদুল ইসলাম এর মেঝ চাচা আব্দুল জব্বার মিয়া বুধবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল ইলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
বুধবার এশার বাদ সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামচরী গ্রামে নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপরদিকে সাংবাদিক মজিবর রহমান নাহিদ এর চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এইচ আর হীরা, দৈনিক হিরন্ময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রূপন কর অজিত, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন অনিক সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে বরিশাল পোস্ট এর প্রকাশক জিহাদুল ইসলাম ও সম্পাদক মজিবর রহমান নাহিদ এর চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল পোস্ট পরিবারবর্গ।