প্রধান শিরোনামবরিশাল নগরী

বরিশালে ব্যাংকের সাইনবোর্ডে কায়দা করে ফায়দা লুটছেন তাপস!

এ যেন মামু বাড়ির সম্পত্তি

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ বরিশাল সিটি করপোরেশনের মালিকাধীন সিটি সুপার মার্কেটে ১৭ মাস ধরে বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠেছে মধুমতি ব্যাংকের বিরুদ্ধে। এ নিয়ে একাধিকবার নোটিশ দেয়া হলেও কর্ণপাত করেনি ব্যাংকটির কর্তৃপক্ষ। সম্প্রতি সব ভাড়া পরিশোধ করে ফেব্রুয়ারির মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে জায়গা খালি করে দেয়ার নোটিশ দেয় সিটি করপোরেশন। অভিযোগ উঠেছে, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপস আত্মীয় হওয়ায় এমন অনিয়মের সুযোগ তৈরি করে দেন বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ।

নগর ভবনের হাট বাজার শাখা থেকে জানানো হয়, ২০২৩ সালের আগস্টে বরিশাল নগরীর সদর রোডের সাততলা সিটি সুপার মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলার ১ হাজার ৯৩০ বর্গফুট ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে মধুমতি ব্যাংক বরিশাল শাখা। মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ৯৬ হাজার ৫০০ টাকা। অথচ ১৭ মাসের বেশি সময় পার হলেও এখনও এক টাকাও ভাড়া পরিশোধ করেনি ব্যাংক কর্তৃপক্ষ।

জুলাই বিপ্লবের পর পরিবর্তন আসে বরিশাল সিটি করপোরশনের পরিচালনা পর্ষদে। এরপরই মধুমতি ব্যাংকের অনিয়মের বিষয় সামনে আসে।

বরিশাল সিটি করপোরেশনের হাটবাজার শাখার প্রধান নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ভাড়া পরিশোধ করা নিয়ে একাধিকবার ব্যাংকটিকে নোটিশ দেয়ার পরও কোনো সমাধান হয়নি। এ কারণে সম্প্রতি সব ভাড়া পরিশোধ করে ফেব্রুয়ারির মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে জায়গা খালি করে দেয়ার নোটিশ দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।’কর্মকর্তারা জানান, ভাড়ার শর্তাবলী অনুযায়ী দুই বছরের অগ্রিম ভাড়াও দেয়নি ব্যাংকটি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button