
বোরহানউদ্দিনে প্রবাসীর ঘরে প্রকাশ্য দিবালোকে চোরের হানা!
ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে দিনে দুপুরে মালয়েশিয়া ফেরত এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ নয়ন (২৫) এর বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
প্রবাসী নয়ন গনমাধ্যমকে জানায়, ৫মাস পূর্বে তিনি মালয়েশিয়া থেকে দেশে আসেন। দেশে আসার পর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নিজ বাড়ির পাশে একটি মাছের ঘের তৈরি করেন, প্রতিদিনের ন্যায় মাছের ঘেরে মাছকে খাবার দিতে পরিবারের দুই সদস্য বাবা ও মা কে সঙ্গে নিয়ে খাবার দিতে যান। খাবার দেয়া শেষে বিকেল ৪টার কিছু সময় পর বাড়ি ফিরে এসে দেখেন তার বসতঘরের পিছনের দরজা খোলা, বসতঘরের ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের ভিতরে আলমারির তালা ভাঙ্গা। পরে তিনি দেখতে পান, আলমারিতে রাখা নগদ ১ লাখ ৫ হাজার টাকা, মালয়েশিয়া থেকে আনা ৯ শত রিঙ্গিত, ৩ টি স্বর্ণের চেইন, ২ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি স্বর্ণের আংটি সহ প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি হয়ে গেছে।
তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নগদ অর্থ ও স্বর্নঅলঙ্কার খুইয়ে তিনি খুব ভেঙ্গে পড়েছেন। এই বিষয়ে তিনি বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
বিষয়টি বরিশাল পোস্ট কে নিশ্চিত করেছেন নয়নের বোনজামাই পৌর ৭নং ওয়ার্ডের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন।
তিনি গনমাধ্যমকে বলেন, আমার শশুরবাড়িতে শশুর, শাশুড়ি ও আমার স্ত্রীর বড়ভাই এই তিনজন বসবাস করে। আমার স্ত্রীর বড়ভাই ৫মাস পূর্বে মালয়েশিয়া থেকে দেশে আসে, তিনি দেশে আসার পর থেকে আমরা তার বিয়ের জন্য পাত্রী খুজতেছি। তিনি বিদেশ থেকে আসার সময় কয়েক ভড়ি ঘহনা সঙ্গে করে নিয়ে আসেন কিন্তু আজ এই দুর্ধর্ষ চুরির মাধ্যমে সব কিছু খুইয়ে ফেলেছেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বরিশাল পোস্ট কে বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।