
সরোয়ারেই ভরসা বরিশাল বিএনপির পদবঞ্চিতরা!
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল মহানগর বিএনপির অভ্যন্তরীণ সংকট এবং পদবঞ্চিত নেতা-কর্মীদের নিয়ে দোয়া মাহফিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এই মাহফিলে সরোয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা অংশ নেন। তবে মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির কোনো নেতাকে এই মাহফিলে দেখা যায়নি।
মজিবর রহমান সরোয়ার দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, দলের অভ্যন্তরীণ বিভেদ ও চাঁদাবাজির মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বরিশাল বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে সবার অংশগ্রহণের ওপর জোর দেন।
তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। বিএনপি তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। বরিশাল বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আজিজুল হক, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ হাসান কবির, আব্বাস উদ্দীন, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন এবং সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক।
বরিশালের রাজনৈতিক অঙ্গনে মজিবর রহমান সরোয়ারের নেতৃত্ব নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে তার প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।