বরিশাল

নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

বরিশাল পোস্ট ডেক্স ॥ তিনদিন আগে নিখোঁজ হওয়া জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী রাব্বি হাওলাদারের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার জানিয়েছেন, বুধবার ভোরে বাড়ির পাশের বাগান থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত স্কুল ছাত্র রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে। রাব্বি উপজেলার মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

ওসি আরও জানান, গত ১৯ জানুয়ারি রাত থেকে রাব্বি নিখোঁজ ছিলো। এ ঘটনায় মঙ্গলবার থানায় সাধারন ডায়েরী করা হয়। বুধবার সকালে বাড়ির পাশের বাগানে মধ্য থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button