প্রধান শিরোনামবরিশাল

বরিশাল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আনন্দ ভ্রমণ। দুই দিনব্যাপী এই আয়োজনটি ছিলো বিনোদন ও সম্প্রীতির মিলনমেলা।

সাগরকন্যা কুয়াকাটার নয়নাভিরাম সৈকতে প্রেসক্লাবের সদস্যরা সময় কাটান, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেন এবং নানা আয়োজনে অংশ নেন। রাতের আয়োজনে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। এছাড়াও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন, আনন্দ ভ্রমণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী আল মামুন, সদস্য সচিব শাহে আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

সাংস্কৃতিক পর্বে সংগীত, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা মনোমুগ্ধকর আবহ তৈরি করে। পরে র‍্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশাল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

এ আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হলো বলে মনে করেন অংশগ্রহণকারীরা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button