পটুয়াখালীবরিশাল বিভাগ

পটুয়াখালীতে সন্ত্রাসী জব্বার মাদবরের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট(পটুয়াখালী), বরিশাল পোস্ট : পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামে আব্দুর রাজ্জাক মাদবরসহ সাতজনকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় সন্ত্রাসী জব্বার মাদবর ও তার দোসরদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার সদস্য ও এলাকাবাসী।

মানববন্ধনে অর্ধ শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এছাড়া জব্বার মাদবর কালিকাপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জব্বার মাদবর, কবির মাদবর ও হেলাল মাদবর এলাকায় খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার নেতৃত্বে গ্রামে প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে কিন্তু প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। যেখানে আমাদের নিরাপত্তা নেই। জব্বার গংদের হাতে আমরা জিম্মি। তারা প্রকাশ্যে সন্ত্রাস চালালেও আইনের আওতায় আসছে না। তাই আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানাই সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এনএম/মফস্বল ডেস্ক/বিএসএলপোস্ট

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button