বরিশাল বিভাগপটুয়াখালী

পটুয়াখালীতে ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার ছাত্রলীগ নেতা

বরিশাল পোস্ট ডেস্ক ॥ পটুয়াখালী শহরের মহিলা আনসার ক্যাম্প লেকের পাড়ে কলেজে পড়ুয়া শিক্ষার্থীকে ছিনতাই করতে গিয়ে পাবলিকের গনধোলাই খেয়ে ছাত্রদল পরিচয় দিয়ে পালিয়ে গেছে তরিকুল ইসলাম রাহাত প্যাদা নামে ছাত্রলীগ নেতা।

ঘটনাটি ঘটেছে ২৮ জানুয়ারী মঙ্গলবার সন্ধায় লেকের পাড় সড়ক থেকে রেদোয়ান রহমান সুরবীন নামে এক কলেজ শিক্ষার্থী চাচার কাছ থেকে টাকা নিয়ে বাসায় ফেরার পথে পথ আটকিয়ে গলায় চাইনিজ কুঠার ঠেকিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে তরিকুল ইসলাম রাহাত নামে ছাত্রলীগ নেতা।

এসময় কলেজ শিক্ষার্থীর ডাকচিৎকার শুনে ছুটে আসে লেকেরপাড় ঘুরতে আসা ও স্থানীয় জনগন তখন পাবলিকের গনধোলাই খেয়ে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে পালিয়ে যায় ছাত্রলীগ নেতা ও চিহ্নিত কুখ্যাত ছিনতাইকারী রাহাত প্যাদা।

এলাকাবাসী জানান, রাহাত সবুজবাগ মজিদ প্যাদার নাতি হয়। ওর বাবার নাম মামুন প্যাদা রাহাত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি মন্নানের ক্যাডার ছিলেন। আওয়ামীলীগ সরকারের আমলে ভিপি মন্নানের ছত্র ছায়ায় থেকে চুরি ছিনতাই ও চাঁদাবাজি করতো রাহাত। ওরসাথে সবসময় সঙ্গী হয়ে একটি মেয়ে থাকে ঐ মেয়েটির সহযোগিতায় ছিনতাই করে। এবং মেয়েটিকে ব্যবহার করে বিভিন্ন মানুষ কে হয়রানি করে টাকা আদায় করে নিতো।

এবিষয়ে কলেজ শিক্ষার্থীর বাবা মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী সদর থানায় একটি মোবাইল ফোন ও নয় হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানাযায় কলেজ শিক্ষার্থী রেদোয়ান রহমান সুরবীন তার চাচা শহিদুল ইসলামের বাসা থেকে টাকা নিয়ে বাবার কাছে রওনা হয়ে লেকপাড় পৌছাইলে আসামী ছাত্রলীগ ক্যাডার রাহাত ওতার সহযোগীরা শিক্ষার্থী সুরবীনের গলায় চাইনিজ কুঠার ঠেকিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে। শিক্ষার্থী সুরবীন ডাক চিৎকার দিলে লেকপাড় ঘুরতে আসা ও স্থানীয় লোকজন এসে রাহাতকে গনধোলাই দিলে ছিনতাইকারীরা ছাত্রদল নেতা পরিচয় দিয়ে স্থান থেকে পালিয়ে যায়।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ছিনতাই করার অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button