পটুয়াখালীবরিশাল বিভাগ

পটুয়াখালীর মধ্য ধরান্দি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

আহবায়ক আমিনুল সদস্য সচিব নাইম মিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (পটুয়াখালী), বরিশাল পোস্ট : পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধাকে প্রধান উপদেষ্টা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে আহবায়ক এবং সাবেক শিক্ষার্থী ইন্জিনিয়ার মোঃ নাইম মিয়াকে সদস্য সচিব করা হয়।

কমিটিতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের রাখা হয়েছে। যাদের মধ্যে অনেকেই ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজসেবকসহ বিভিন্ন পেশায় জড়িত রয়েছেন।

এবিষয়ে আহবায়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ নাইম মিয়া বলেন, এ কমিটি বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রদের মাঝে ভালবাসা, সম্প্রতি, সহযোগিতা বৃদ্ধিতে সবাই এক সাথে হয়ে কাজ করবে। এছাড়া বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে এবং সার্বিক উন্নতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এই কমিটির প্রতিটি সদস্যবৃন্দ।

এছাড়া মধ্য ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ধরান্দী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুম আমীন, বিদ্যালয়ের সভাপতি আব্দুর রব মিয়া এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধার সাক্ষরের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button