
ভোলায় বাসস্ট্যান্ড দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষ
বরিশাল পোস্ট ডেস্ক ॥ ভোলা বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ প্রশাসনের কঠোর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে। একে অপরের ওপর ধারালো অস্ত্র, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় ভোলার অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল প্রায় ৪/৫ ঘন্টা বন্ধ ছিল। সংঘর্ষে বাস ও সিএনজিতে আগুনে বেশ কযেকটি বাস ও সিএনজি পুড়ে যায় । সাংবাদিক সহ আহত হয়েছে অর্ধশত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে প্রায় ৩ ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে রাত ১০ টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।
সরেজমিন,গিয়ে দেখা যায় উভয় পক্ষের মাঝে ইট পাটকেল, লাঠি নিয়ে দুই পক্ষ সংঘর্ষ করছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বাস এবং অটোরিকশায় আগুন জ্বালিয়ে দিয়েছে। সিএনজিচালিত অটোরিকশাগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। বাস স্ট্যান্ডের পাশে ফায়ার সার্ভিস অফিস থাকলেও আগুন লাগার অনেক পরে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণের কযেক ঘন্টার চেস্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চললেও প্রশাসনের পক্ষ থেকে আসতে দেরী করায় ক্ষয়ক্ষতির পরিমাস বেশী হয়েছে। স্থানীয় কোস্ট গার্ড, র্যাব,নৌবাহিনী ও পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণে এসেছে ।এমনকি বাস স্ট্যান্ডের পাশে ফায়ার সার্ভিস অফিস থাকলেও কেন তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে পারলো না এ প্রশ্ন অনেকের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সুপার মোঃ শরিফুল হক নিজে বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে নৌবাহিনী,কোস্ট গার্ড,জেলা, উপজেলা প্রশাসন পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজনের যৌথ বাহিনীর সহযোগিতা সংঘর্ষ ও আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রশাসনের পাহারায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোলা জেলা বীর শ্রেস্ট মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে বাস, সিএনজি সকলেই অবস্থান করা নিয়ে তাদের ভিতরে মনস্তাত্ত্বিক দন্ধ রয়েছে, কে বা কারা এখানে থাকবে তা নিয়ে তাদের মাঝে প্রায়ই সমস্যা হত।
এ নিয়ে আজ সন্ধার পর উভয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাদে এতে উভয় পক্ষের কিছু লোকজন আহত ও বাস ও সিএনজি আগুনে পুড়ার ঘটনা ঘটেছে।আমরা খবর পেয়ে যৌথবাহিনী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় সকল কিছু নিয়ন্ত্রণে এসেছে। বাস চলাচল সহ সকল কিছু স্বাভাবিক হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইননুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।