প্রধান শিরোনামবরিশাল নগরী

বরিশালে পৃথকভাবে লাশের খণ্ডিত টুকরো উদ্ধার!

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল নগরীর কাশিপুর হাতেম আলীর দীঘি থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

রবিবার দুপুরে লাশের অংশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সনজিৎ চন্দ্র। তিনি বলেন, কাশিপুর এলাকার হাতেম আলীর দীঘিতে লাশের খণ্ডিত অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মানুষের শরীরের কয়েকটি কাটা টুকরো উদ্ধার করেছি। তবে ওই কাটা টুকরোগুলো দেখে বোঝার উপায় নেই কার শরীরের অংশ এগুলো।

কাশিপুর নগরের বাসিন্দা আকবর বলেন, দুপুরবেলা বাসায় যাওয়ার পথে দীঘিতে মানুষের পায়ের অংশ ভেসে থাকতে দেখি। এরপর পুলিশে খবর দিলে তারা আসার পর লোকজন জড়ো হলে খোঁজাখুঁজি করে মানুষের শরীরের চারটি টুকরো পাওয়া যায়। তবে এই টুকরোগুলো কার তা এখনো শনাক্ত করা যায়নি। মানুষের শরীরের কাটা অংশ পাওয়ার খবরে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, একটি দীঘি থেকে মানুষের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মানুষের শরীরের টুকরোগুলো দিয়ে শনাক্তের চেষ্টা চলমান রয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button