
বরিশালে ট্রাফিক সপ্তাহের উদ্বোধণ করলেন বিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : দূর্গা পূজায় বরিশাল নগরীকে যানজটমুক্ত রাখতে চার দিনব্যাপী ট্রাফিক সপ্তাহর উদ্বোধণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরীর সদর রোডে র্যালি ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেছেন বিএমপির কমিশনার শফিকুল ইসলাম।
বিএমপি কমিশনার বলেন, বরিশাল নগরীতে অনেকগুলো পূজা মন্ডপ। দুর্গা পূজায় উৎসবের নগরীতে পরিণত হয়। এসময়ে যেন ফিটনেস, লাইসেন্সবিহীন কোন যান নগরীতে ঢুকে ভোগান্তি তৈরী করতে না পারে, সেজন্য ট্রাফিক সপ্তাহ শুরু করা হয়েছে। তিনি আরও বলেছেন-ট্রাফিট পুলিশ সারাবছরই সতর্ক থাকে। উৎসবকে ঘিরে আরো বেশি সচেতন রয়েছে।
শেষে বিএমপি কমিশনার শফিকুল ইসলাম ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ট্রাফিক সপ্তাহ উপলক্ষে যানবাহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।