প্রধান শিরোনামবরিশাল নগরী

বরিশালে চ্যানেল ২৪ ও সময় টিভির চিত্র সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলা!

বরিশালে চ্যানেল ২৪ ও সময় টিভির চিত্র সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলা!

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল নগরীর একটি পার্কে প্রবেশ করা নিয়ে দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার বিকালে নগরের বেলস পার্ক গ্রীন সিটির সামনে এ ঘটনা ঘটে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।

আহতরা হলেন- সময় টিভির ক্যামেরা পারসন সুমন হাসান এবং চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমন হাসান বলেন, “বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যাই। এ সময় আমার মেয়ে ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। মেয়েকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাধা দেন বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী।

“এ সময় পার্কের ভেতর বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছিল। তাই সেখানে কাউকে প্রবেশ করতে দেবেন না তিনি। এক পর্যায়ে বেল্লালের সহযোগীরা ‘মব’ সৃষ্টি করে আমাকে ঘিরে ফেলে। তখন আমার মেয়ে চিৎকার দিলে চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন পাপ্পু ছুটে আসেন। তিনি পরিচয় দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা আমাদের মারধর শুরু করেন।”

তিনি বলেন, “ছাত্রদল নেতাকর্মীদের মারধরে পড়ে গিয়ে পাপ্পুর মাথা ফেটে যায়। নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনি। তখন ছাত্রদল মহানগর কমিটির এক নেতার নেতৃত্বে বেশ কয়েকজন এসে আবার হামলা চালায়।”

সুমন হাসান বলেন, পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে পুলিশ আসার আগে ছাত্রদল নেতারা পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদল নেতা বেল্লাল গাজী বলেন, “আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গেছে।”

ওসি মিজানুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button