

বরিশাল পোস্ট ডেস্ক : মারমুখি হয়ে ওঠা প্রতিটি ব্যাটারকেই চেপে ধরতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। শুধু দাসুন শানাকাকে পারেনি। এই অলআউন্ডারের ব্যাট আজ জ্বলসে উঠেছিল বাংলাদেশের বোলারদের সামনে। ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটে ভর করেই বাংলাদেশকে ১৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা।
এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের প্রথম ম্যাচেই প্রথম রাউন্ডের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কাকে পেয়েছে বাংলাদেশ। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
ব্যাট করতে নেমে শুরুতে বেশ মারমুখি ছিলে দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।৫ ওভারে ৪৪ রান তুলে পেলেন তারা দু’জন। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম বেধড়ক মার খাচ্ছিলেন শুরু থেকে।
তবে, তৃতীয় বোলার হিসেবে বল করতে এসেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। পাথুম নিশাঙ্কাকে সাইফ হাসানের বলে ক্যাচ দিতে বাধ্য করেন। ১৫ বলে ২২ রান করে আউট হন পাথুম।
পাথুম নিশাঙ্কা আউট হওয়ার পর কুশল মেন্ডিস এবং কামিল মিশারা জুটি গড়ার চেষ্টা করেন; কিন্তু দলীয় ৫৮ ও ৬৫ রানের মাথায় লঙ্কান ব্যাটিংয়ে জোড়া আঘাত হানেন স্পিনার শেখ মেহেদী। ফিরিয়ে দেন কুশল মেন্ডিস ও কামিল মিশারাকে।
৫৮ রানের মাথায় ব্যক্তিগত ৩৪ রানে ছক্কা মারতে গিয়ে সাইফ হাসানের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। এরপর ৬৫ রানের মাথায় মেহেদীকে রিভার্স স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে যান কামিল মিশারা।
কুশল পেরেরা ও দাসুন শানাকার জুটিটা গড়ে উঠতে গিয়েও পারলো না। ৩২ রানে জুটি গড়ার পর মোস্তাফিজুর রহমানের অফ কাটার ব্যাটের প্রান্ত ছুঁয়ে গিয়ে জমা পড়ে লিটন দাসের হাতে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি পেরেরা। ১৬ বলে ১৬ রান করে আউট হন তিনি। এরপর দাসুন শানাকা ও চারিথ আশালঙ্কার জুটি দাঁড়ায় ৫৭ রনের।
আশালঙ্কা ১২ বল ২১ রান করে আউট হয়ে যান। শেষ দিকে কামিন্দু মেন্ডিস ১ রানে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ রানে আউট হলেও দাসুন শানাকা ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত থেকে যান। অবশ্য এর পেছনে বাংলাদেশ দলের মিস ফিল্ডিংও দায়ী। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট। ২টি নেন মেহেদী হাসান ও ১টি নেন তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ :
তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ :
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আশালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুষ্মন্তে চামিরা, নুয়ান থুসারা।