
বরিশাল বিভাগে আরও ৬ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাখাল বিশ্বাস অপূর্ব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে সিদ্দিক মোল্লা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি দেখে রাতেই বরিশালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। তবে স্বজনরা তাকে বরিশালে না নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাখলে সকালে তার মৃত্যু হয়। অপরদিকে রাতে হাসান নামে আরেক রোগী ডেঙ্গু উপসর্গ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে রক্ত বমি শুরু হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন চিকিৎসক। পরে বরিশাল যাওয়ার পথেই মৃত্যু হয় হাসানের। বাকি দুজন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত এক সপ্তাহে টানা বৃষ্টির পর হঠাৎ রোদ উঠতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ভর্তি হচ্ছে, ফলে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বলেন, ‘বৃষ্টি যখন থেকে কমছে তখন থেকেই শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত জ্বর নিয়ে রোগী আসছে চিকিৎসা নিতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে, তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। কিছুতেই তা নিয়ন্ত্রণে আসছে না।’
অপরদিকে শনিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলতি বছর ২৫ জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই রোগী হলেন, ঝালকাঠি সদর উপজেলার চামটা এলাকার বাসিন্দা রাফিজা (৩৪) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর এলাকার বাসিন্দা আব্দুল জলিল (৬৫)।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে দেয়া তথ্য অনুযায়ী গত ১ জানুয়ারী থেকে শনিবার পর্যন্ত বিভাগের দুইটি মেডিকেল কলেজসহ জেলা ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ১১ হাজার ৯০১ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছে। এখনো ৩৮৪ জন রোগী বিভিন্ন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৫ জন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে ছাড়পত্র নিয়েছেন ৮৪ জন।