বরিশাল

সেই জনবান্ধন এসিল্যান্ড মেহেদী হাসানকে বরিশালের গৌরনদীতে বরণ

সেই জনবান্ধন এসিল্যান্ড মেহেদী হাসানকে বরিশালের গৌরনদীতে বরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশালের গৌরনদী উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. মেহেদী হাসান।

রবিবার (৩১ আগস্ট) সকালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌরসভার প্রশাসক রিফাত আরা মৌরি। পরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে, নতুন এসিল্যান্ডের যোগদানের মাধ্যমে গৌরনদীর ভূমি সেবা আরও গতিশীল হবে।

 

এর আগে মেহেদী হাসান ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক বছর এক মাসের কর্মমেয়াদে তিনি ভূমি সেবার মধ্যে অনিয়ম দূরীকরণ, অবৈধ দখল প্রতিরোধ এবং জনগণের সঙ্গে সরাসরি শুনানির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। এছাড়া ‘ধরিত্রী রক্ষা কর্নার’সহ বিভিন্ন বিশেষ উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করেছেন।

 

পৌর প্রশাসক হিসেবে দায়িত্বকালীন সময়ে সরকারি সেবা বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন, ওয়াশজোন নির্মাণ, প্রবীণদের জন্য ওয়াকওয়ে, যুবকদের জন্য খেলাধুলার সুবিধা, সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেন। এছাড়া নদী রক্ষা, খাল খনন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেন।

বিভিন্ন অনিয়ম ও কাজের দীর্ঘসূত্রতা দূর করতে তার ভূমিকার কথা অনেক দিন স্মরণ করবে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলাবাসী ।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন এসিল্যান্ড মেহেদী হাসানের যোগদানের ফলে গৌরনদীর ভূমি সেবা আরও স্বচ্ছ, কার্যকর ও জনগণকেন্দ্রিক হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button