বরিশাল

বরিশালে তালাবদ্ধ ঘর থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

বরিশালে তালাবদ্ধ ঘর থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশালের বানারীপাড়া উপজেলায় তালাবদ্ধ ভাড়াটিয়া ঘর থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে রাজমিস্ত্রি রাজ্জাক হাওলাদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লাশ মর্গে পাঠানো হয়।

মৃত রাজ্জাক হাওলাদার উজিরপুর উপজেলার সোনারবেগুন গ্রামের বাসিন্দা। তিনি বানারীপাড়ার সদর ইউনিয়নের মাছরং গ্রামে মৃত খালেক আকনের একতলা বিল্ডিংয়ে একা ভাড়ায় থাকতেন।

পুলিশ জানায়, দু-দিন ধরে ভাড়াটিয়া রাজমিস্ত্রি রাজ্জাক হাওলাদারকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে রাতে তারা বিল্ডিংয়ের জানালার কাচ ভেঙ্গে খাটের ওপর বিছানায় মৃত অবস্থায় রাজ্জাক হাওলাদারকে দেখতে পায়। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একতলা ওই বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ও পরে ভেতর থেকে বন্ধ দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করেন।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button