আন্তর্জাতিকঅন্যান্য

ইতিহাসের পাতায় এই দিনে | ৯ জুলাই

ইতিহাসের পাতায় এই দিনে | ৯ জুলাই

বরিশাল পোস্ট ডেস্ক ॥
কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ ৯ জুলাই ২০২৫, বুধবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। বরিশাল পোস্ট-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো একনজরে দিনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়—


ঘটনাবলি

  • ৬২৮ – হযরত রাসূলুল্লাহ (সা.) কর্তৃক রাজন্যবর্গের নামে পত্র প্রেরণ।

  • ৭৪২ – ইমাম ইবন শিহাব যুহরীর মৃত্যুবরণ।

  • ১৮১০ – নেপোলিয়নের অধীনে হল্যান্ড ফরাসি সাম্রাজ্যের অধিভুক্ত হয়।

  • ১৮১৬ – আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

  • ১৮৭৭ – প্রথম উইম্বলডন টেনিস প্রতিযোগিতার উদ্বোধন হয়।

  • ১৯১৯ – জার্মানি ভার্সাই চুক্তি অনুমোদন করে।

  • ১৯৪১ – সোভিয়েত ইউনিয়নের পসকভ অঞ্চল নাৎসি বাহিনীর দখলে চলে যায়।

  • ১৯৪৬ – শ্যামদেশের (বর্তমান থাইল্যান্ড) রাজা আনন্দ আততায়ীর হাতে নিহত হন।

  • ১৯৪৮ – যুদ্ধ বিরতির পর পুনরায় আরব-ইহুদি (ইসরাইল) সংঘর্ষ শুরু হয়।

  • ১৯৫৫ – রাসেল-আইনস্টাইন ইশতেহার প্রকাশ; পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

  • ১৯৬৯ – বাঘকে ভারতের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

  • ১৯৭১ – মরক্কোর বাদশা হোসেনের জন্মদিনে হামলা, প্রাণহানি শতাধিক।

  • ১৯৭২ – মোসাদের গুপ্তচররা ফিলিস্তিনি লেখক গাসান কানানিকে হত্যা করে।

  • ১৯৭৩ – বাহামা স্বাধীনতা অর্জন করে।

  • ১৯৮৯ – কার্লোস মেনেম আর্জেন্টিনার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

  • ১৯৯১ – মেক্সিকোতে ৫৮ সেকেন্ড দীর্ঘ সূর্যগ্রহণ (২০৩২ সালের আগে এমন দীর্ঘ সূর্যগ্রহণ হবে না)।

  • ১৯৯৬ – রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে বরিস ইয়েলৎসিন চেচনিয়া আক্রমণ করেন।

  • ১৯৯৭ – মাইক টাইসন কর্তৃক হলিফিল্ডের কানে কামড়; লাইসেন্স বাতিল ও ৩০ লাখ ডলার জরিমানা।

  • ২০০২ – আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা ঘোষণা।

  • ২০০৬ – ইতালি ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হয়।

  • ২০১১ – সুদান থেকে পৃথক হয়ে দক্ষিণ সুদানের স্বাধীনতা ঘোষণা।


জন্মবার্ষিকী

  • ১৭৮৬ – জার্মান ভাস্কর রুডলফ শ্যাডো।

  • ১৮১৯ – এলিয়াস হাউ, মার্কিন সেলাই মেশিন উদ্ভাবক।

  • ১৮৫৮ – ফ্রান্স বোয়াস, জার্মান-মার্কিন নৃবিজ্ঞানী।

  • ১৯১৬ – এডওয়ার্ড হিথ, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী।

  • ১৯২১ – সৈয়দ মুহাম্মদ আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর।

  • ১৯২৫ – গুরু দত্ত (বসন্ত কুমার), খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র পরিচালক-অভিনেতা।

  • ১৯৩২ – ডোনাল্ড রামসফেল্ড, যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী।

  • ১৯৩৩ – অলিভার স্যাক্স, স্নায়ুবিজ্ঞানী।

  • ১৯৩৮ – সঞ্জীব কুমার, বলিউড অভিনেতা।

  • ১৯৫৬ – টম হ্যাংক্‌স, অস্কারজয়ী মার্কিন অভিনেতা।

  • ১৯৫৭ – টিম ক্রিং, মার্কিন চিত্রনাট্যকার ও প্রযোজক (প্রসিদ্ধ সিরিজ Heroes)।


মৃত্যুবার্ষিকী

  • ৮৭৪ – হযরত বায়েজীদ বোস্তামী, সুফি সাধক।

  • ১৭৯৭ – এডমান্ড বার্ক, রাজনৈতিক চিন্তাবিদ ও দার্শনিক।

  • ১৮৫০ – জ্যাকারি টেইলর, মার্কিন যুক্তরাষ্ট্রের ১২তম রাষ্ট্রপতি।

  • ১৮৫৬ – আমাদিও আভোগাদ্রো, ইতালীয় রসায়নবিদ।

  • ১৯১১ – রাজকুমার সর্বাধিকারী, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক।

  • ১৯২২ – ওগাই মোরি, জাপানি সাহিত্যিক।

  • ১৯৩৪ – দীনেশচন্দ্র মজুমদার, অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

  • ১৯৪৭ – হরেন ঘোষ, ভারতের সাংস্কৃতিক সংগঠক।

  • ১৯৬৯ – সুখলতা রাও, শিশু সাহিত্যিক।

  • ১৯৯৪ – কিম ইল সুং, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা।

  • ১৯৯৯ – অশোক মিত্র, বিশিষ্ট ভারতীয় অর্থনীতিবিদ ও প্রাবন্ধিক।

  • ২০১৭ – সুমিতা সান্যাল, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী।

  • ২০২০ – সাহারা খাতুন, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী।

  • ২০২০ – রঞ্জন ঘোষাল, বাঙালি সংগীতশিল্পী ও নাট্যকার।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button