সারাদেশ

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে আরও ১৬০৭

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে আরও ১৬০৭

বরিশাল পোস্ট ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬১০ জন।

মঙ্গলবার (০৮জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬১০ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৬০৭ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, একটি দেশীয় রিভলবার, একটি একনলা দেশীয় পিস্তল, একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন, দুটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান, ১৭ রাউন্ড গুলি, একটি পুরোনো স্টিলের পিস্তল, একটি খোসা, দুটি চাপাতি ও একটি ছোরা।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button