
ভোলা-বরিশাল সেতুসহ তিনদফা দাবিতে বরিশালে মানববন্ধন
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশালে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভোলা-বরিশাল সেতু নির্মাণের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা জানান, ভোলা জেলার প্রায় ২০ লাখ মানুষের জন্য সেতু নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যাপক অগ্রগতি হবে। ভোলা-বরিশাল সেতু নির্মাণের বিষয়ে সরকারের পরিকল্পনা থাকলেও দ্রুত কাজ শুরুর প্রয়োজনীয়তার কথা তোলেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। বক্তারা জানান, ভোলায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থাকলেও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ জরুরি। এতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা সহজ হবে।
এছাড়া শিক্ষার্থীরা ভোলার গ্যাস ভোলা ও বরিশালের চাহিদা মেটানোর পর দেশের অন্য অঞ্চলে সরবরাহের দাবি জানান। তারা বলেন, ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভব এবং এ সম্পদ প্রথমেই স্থানীয় চাহিদা পূরণে ব্যবহার করতে হবে। সম্প্রতি ভোলার গ্যাস ঢাকায় রপ্তানির উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের জন্য তা যথাযথভাবে সংরক্ষণের দাবি তুলে ধরা হয় মানববন্ধনে।
শিক্ষার্থীরা মানববন্ধন থেকে জানান, তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।