
বরিশালে মুফতি আমির হামজার মাহফিলে মুসল্লির ঢল
সদর উপজেলার উন্নয়ন পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল
স্টাফ করেসপনন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ বরিশাল সদর উপজেলার উন্নয়ন পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬শে এপ্রিল শনিবার সাহেবের হাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক মুফতি আমির হামজা (কুষ্টিয়া)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কুষ্টিয়া জেলা সেক্রেটারী মাওলানা ইয়াসিন আরাফাত জিহাদী ও চরকাউয়া আহমাদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক ও কলেজ রো জামে মসজিদের খতিব মাওলানা কাওছার হামিদী।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করেন সাহেবের হাট সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু হানিফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রফেসর মাহমুদ হোসেন দুলাল, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাওলানা ইসমাইল হোসেন নেছারী, অধ্যাপক কাওসার হোসাইন, মাস্টার আলী আশ্রাফ গাজী, সৈয়দ মোহাব্বতউল্লাহ মাহেদসহ সদর উপজেলা উন্নয়ন পরিষদের দায়িত্বশীলবৃন্দ।
বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক ইসলামি সংগীত শিল্পী রোকনুজ্জামান। এছারা ইসলামী সংগীত পরিবেশন করেন হেরাররশ্নি শিল্পীগোষ্ঠী, বরিশাল সাংস্কৃতিক সংসদ ও সুফিয়ানা নাশিদ গ্রুপ।
অপদিকে দীর্ঘদিন পরে সদর উপজেলায় এমন একটি মাহফিলে মুসল্লির ঢল নামে। বিশেষ করে মুফতি আমির হামজার বয়ান শুনতে তারা মাহফিলে উপস্থিত হন।