ভোলা

ভোলাবাসীর ন্যায্য দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ ভোলা জেলার মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ‘দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম’-এর নেতাকর্মীরা।

বুধবার (২৩ এপ্রিল) আয়োজিত মানববন্ধন থেকে ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ স্থাপন, প্রতিটি ঘরে গ্যাস সংযোগ প্রদান এবং ভোলা-বরিশাল সংযোগ সেতু দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তারা।

বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীপ। প্রায় ৩০ লাখ মানুষের বসবাসের এই জেলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। অথচ এখানকার বাসিন্দারা আজও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। তাই অবিলম্বে ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরো বলেন, দেশের অন্যত্র গ্যাস সরবরাহের আগে ভোলাবাসীকে অগ্রাধিকার দিতে হবে।

ভোলার কৃষিভিত্তিক অর্থনীতির সম্ভাবনার কথা উল্লেখ করে বক্তারা বলেন, জেলার সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। যাতায়াতের জন্য নৌপথই একমাত্র ভরসা। ফলে জনদুর্ভোগ চরমে। তাই বহু প্রতীক্ষিত ভোলা-বরিশাল সংযোগ সেতুর দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

স্বাস্থ্যসেবার দুরবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, ভোলার সাতটি উপজেলা, পাঁচটি পৌরসভা এবং দশটি থানার বিশাল জনসংখ্যার জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই। এ অবস্থায় ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান তারা। এতে করে লাখ লাখ মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক নুর মোর্শেদ, সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, সৈয়দ সেলিম রেজা, মাকসুদুর রহমান এবং মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button