বরিশাল জেলাসারাদেশ

ছাদ উড়ে গেলেও “বরিশাল এক্সপ্রেস” চললো ১০ কিলোমিটার!

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে বরিশালগামী “বরিশাল এক্সপ্রেস” লিমিটেডের একটি যাত্রীবাহী বাসের ছাদ ভেঙে এক্সপ্রেসওয়েতে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়ভাবে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরও চালক বাস থামাননি। ছাদবিহীন অবস্থায় বাসটি চালিয়ে নিয়ে যান প্রায় ১০ কিলোমিটার দূরের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার একটি অভ্যন্তরীণ সড়কে। আহত যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা বাসটি থামান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

আহত যাত্রীদের বক্তব্য অনুযায়ী, বরিশাল এক্সপ্রেস লিমিটেডের বাসটি ঢাকা থেকে ছেড়ে আসার পর থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগরের কামারখোলা এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এরপরও চালক বাসটি না থামিয়ে আরও দ্রুতগতিতে চালিয়ে যেতে থাকেন। সমষপুর এলাকায় পৌঁছে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। যাত্রীদের বারবার অনুরোধ সত্ত্বেও চালক বাস থামাননি।

যাত্রীরা জানান, দুর্ঘটনার স্থানের আশপাশেই হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে চালক ছাদবিহীন বাসটি চালিয়ে কুমারভোগ এলাকায় পৌঁছান। এ সময় আহত যাত্রীদের “বাঁচাও, বাঁচাও” চিৎকারে সাড়া দিয়ে স্থানীয়রা বাসটি আটক করেন।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত যাত্রী শাহিনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button