ঝালকাঠি

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ‘ঘোড়দৌড়’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (ঝালকাঠি), বরিশাল পোস্ট ॥ এক সময়ের গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা কালের পরিক্রমায় এখন অনেকটাই হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন। প্রতিযোগিতা অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন নলছিটি উপজেলা প্রশাসন।

২৮ জানুয়ারি মঙ্গলবার বিকালে নলছিটি পৌরসভার কান্ডপাশা গোহালকাঠী প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন বুদুমবাড়ি মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭ টি ঘোড়া অংশ নেয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই নানা বয়সী মানুষ দলেবেধে বুদুমবাড়ি মাঠে ছুটে আসেন। অসংখ্য উৎসুক দর্শনার্থীদের উপস্থিতি ছিলো প্রতিযোগিতা মাঠে।


এ সংক্রান্ত ভিডিও সংবাদ দেখুন


বিকাল ৪টার দিকে ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ৭ টি ঘোড়া দিয়ে ৩ রাউন্ডে প্রতিযোগিতা শেষ হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোঃ আশরাফুর রহমান ও বিশেষ অতিথি জনাব উজ্জ্বল কুমার রায় বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করেন।এসময় জেলা উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরন শেষে প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাব মোঃ নজরুল ইসলাম।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button