প্রধান শিরোনামইসলামী জীবনপটুয়াখালী

পটুয়াখালীতে ড. আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল আজ পটুয়াখালীতে শুরু হয়েছে। জেলা জামায়াত ইসলামীর আমির মাহফিল আয়োজন কমিটির সভাপতি এডভোকেট নাজমুল আহসান দুপুর দুইটার দিকে মাহফিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল চলছে। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এই মাহফিলে অংশ নিতে শুধু পটুয়াখালীই নয়, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শুক্রবার বিকাল থেকে লোকজন এসে মাহফিল প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে মাহফিলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারী। তিনি হেলিকপ্টার যোগে পটুয়াখালীতে অবতরণ করবেন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি এশার নামাজের পরে তাফসিরুল কোরআন মাহফিল শুরু করবেন বলেও নিশ্চিত করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

মিজানুর রহমান আজহারীর মাহফিলের তারিখ ঘোষণার পর থেকে পটুয়াখালী জেলাজুড়ে বইছে উচ্ছ্বাসের আমেজ। এই মাহফিলকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

জেলা জামায়াতের আমির ও মহফিল আয়োজক কমিটির সভাপতি এডভোকেট কামরুল আহসানের সভাপতিত্বে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি বাউফল উন্নয়ন ফোরাম এবং পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্জ আলতাফ হোসেন চৌধুরী। এছাড়াও দেশের বরেণ্য আরও অনেক মুফাসসিরগণ তাফসির পেশ করবেন।

আমন্ত্রিত অতিথিবৃন্দ ইতোমধ্যে পটুয়াখালীতে অবস্থান করছেন। মাহফিল আয়োজক কমিটির সভাপতি কামরুল আহসানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে বিভিন্ন বক্তারা ইতিমধ্যে ধর্মীয় আলোচনা শুরু করেছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীতে প্রস্তুত করা হচ্ছে ১০টি মাঠ। প্রতিটি মাঠেই ইতিমধ্যে লোকজন অবস্থান করছেন। তারা অতি আগ্রহে অপেক্ষা করছেন মাহফিলের প্রধান অতিথি মিজানুর রহমান আজহারীর মূল আলোচনা শোনার জন্য।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মাহফিলের জন্য প্রস্তুতকৃত ১০টি মাঠেই লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। লঞ্চ ও গাড়িতে যে যেভাবে পাড়ছেন মাহফিল এলাকায় এসে উপস্থিত হয়েছেন। ধারণা করা হচ্ছে এই তাফসিরুল কোরআন মাহফিলে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিতি হবেন।

ধর্মপ্রাণ মানুষের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো ধরনের অঘটন এড়াতে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

মিজানুর রহমান আজহারীর এই তাফসির মাহফিল যাতে সবাই সুন্দরভাবে শুনতে পারেন সেজন্য ৫০টি এলইডি ডিসপ্লের মাধ্যমে মাহফিল সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে। ৬০০’র মত মাইক টানানো হয়েছে পটুয়াখালী পৌর এলাকায়। নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা ৩টি মাঠ। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট ও স্যানিটেশন নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে ১২০০’র মত অস্থায়ী টয়লেট। বিভিন্ন অঞ্চল থেকে থেকে আগতদের গাড়ি রাখার জন্য আলাদা পার্কিং ব্যবস্থা করা হয়েছে।

ড.মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলকে ঘিরে পটুয়াখালী জেলা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ড. মিজানুর রহমান আজহারী সাহেবের প্রতি, কারণ তিনি শত ব্যস্ততার মধ্যেও পটুয়াখালীবাসীকে সময় দিয়েছেন। ইতিমধ্যে দেখছি তার প্রোগ্রামে লাখ লাখ মানুষের সমগম হয়েছে, আশা করছি সফলভাবে মাহফিল সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, মাহফিল সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আমরা এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ সাংবাদিকদের জানান, মাহফিলকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুষ্ঠান এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button