প্রধান শিরোনামবরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে কর্মীকে ছিনিয়ে নিলো ছাত্রলীগ!

করেছেন বিজয় মিছিল

মো: সিয়াম (ববি করেসপন্ডেন্ট), বরিশাল পোস্ট : শিক্ষার্থীদের হাতে আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শাহরিয়ার সান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছেন তার সহপাঠীরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহারিয়ার সান আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে দেড়ঘণ্টা ধরে আটকিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দরজা ভেঙে সেই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে তার সহপাঠী পরিচয়ধারীরা ।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা সহপাঠী না, বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং সান কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে সমন্বয়কের মিটিং চলাকালীন সময়ে হামলা করেছিল।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মো. মোশাররফ হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাহরিয়ারকে আটকে করে রাখে । পরবর্তীতে ছাত্রলীগের সাথে জড়িত তার সহপাঠীরা তাকে নিরাপত্তা কক্ষের দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যায়। যাকে আটক করে রেখেছিলো সে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালিয়েছিলো।

বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ জানান, তাকে কারা ছাড়িয়েছে তা ভিডিও ফুটেজ দেখে বের করলে বোঝা যাবে। এছাড়া এর আগে যারা ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম জানান, আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

 

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button