
বিদ্যালয় ভবন এখন ধানের গোডাউন, শিক্ষার পরিবেশে চরম বিপর্যয়
বরগুনা করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট
বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের নিচতলায় তিন ব্যবসায়ী ধানের গোডাউন স্থাপন করায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত এই গোডাউন অপসারণের দাবি জানিয়েছেন।
জানা গেছে, বিদ্যালয় ভবনের নিচতলায় স্থানীয় তিন ব্যবসায়ী আল আমিন, জাকির হোসেন ও আলমগীর হাওলাদার গত এক মাস ধরে কাড়ি কাড়ি ধানের বস্তা রেখেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছেন না। এর ফলে বিদ্যালয়ের পরিবেশ দূষিত হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
বুধবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের নিচতলায় ধানের বস্তায় জায়গা একেবারে পূর্ণ। ধুলাবালিতে একাকার হয়ে গেছে পুরো ভবন। নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ এবং সুমাইয়া জানান, ধানের গোডাউনের কারণে চলাচলে সমস্যা হচ্ছে। ধুলার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, “বেশ কয়েকবার নিষেধ করার পরও ব্যবসায়ীরা ধান সরায়নি। এতে বিদ্যালয়ের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন স্বপন বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।”
এদিকে ব্যবসায়ী আল আমিন বিষয়টি স্বীকার করে বলেন, “বিদ্যালয়ের নিচতলায় ধানের গোডাউন করা ভুল হয়েছে। আমরা দ্রুত ধান সরিয়ে নেব।”
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, “এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
শিক্ষার্থীরা ও স্থানীয়রা দ্রুত ধানের গোডাউন সরিয়ে বিদ্যালয়ের পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।